কুলাউড়া প্রতিনিধি
জানুয়ারি ২৭, ২০২১
০২:০৭ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ২৭, ২০২১
০২:০৭ পূর্বাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক দরিদ্র ব্যক্তির গৃহনির্মাণে দুই বান্ডিল ঢেউটিন আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) হস্তান্তর করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক যুক্তরাষ্ট্র প্রবাসীর দেওয়া অর্থে স্বেচ্ছাসেবী সংস্থা 'পরশ' এর উদ্যোগে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র সিপার উদ্দিন আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত মেয়র সিপার উদ্দিন আহমদ বলেন, মানুষের কল্যাণে কাজ করা সবার পক্ষে সম্ভব হয় না। মানুষের কল্যাণে কাজ করতে উদার মানসিকতা প্রয়োজন। আমরা সবাই যদি এভাবে অসহায় মানুষের দিকে সহযোগিতার হাত বাড়াই, তাহলে আমাদের সমাজ এগিয়ে যাবে। একটা সুখী সমৃদ্ধশালী সমাজ গঠনে প্রবাসীদের পাশাপাশি আমাদের সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।
ঢেউটিন বিতরণকালে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, সাবেক কৃতী ফুটবলার কাবুল পাল, পৌর যুবলীগের আহ্বায়ক শাহীন আহমদ, আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ, প্রেসক্লাব কুলাউড়ার সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন কবির, সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি সাইদুল হাসান সিপন, দৈনিক যায় যায় দিন প্রতিনিধি আব্দুল আহাদ, সিলেট ভিউ প্রতিনিধি শাকির আহমদ, চ্যানেল এস প্রতিনিধি জিয়াউল হক জিয়া, সুমন আহমদ, হাবিবুর রহমান সুজন প্রমুখ।
জেএইচ/আরআর-০৮