ক্রীড়া প্রতিবেদক
জানুয়ারি ২৬, ২০২১
০৮:০৯ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ২৭, ২০২১
০৬:০৫ পূর্বাহ্ন
খেলাধুলাকে সন্তান পেশা হিসেবে নিক কুঁড়ি বছর আগেও এমন অভিভাবক পাওয়া দুস্কর ছিল। কিন্তু সময় বদলেছে। বলা চলে ক্রিকেটের জৌলসে এখন সন্তানকে কোচিং সেন্টারে নিয়ে দৌড়ানোর মত এখন খেলার মাঠেও নিয়ে যেতে দেখা যায় অভিভাবকদের। কিন্তু উপযুক্ত প্রশিক্ষক, প্রশিক্ষণ কেন্দ্র আর অবকাঠামোর এখনও তীব্র সংকট। তাই বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) যে কারও জন্য লোভনীয় জায়গা।
এই বিকেএসপি থেকেই তৈরি হয়েছেন আজকের মুশফিক, সাকিব ও তামিম ইকবালদের মতো ক্রিকেটার। ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল হকও এই প্রতিষ্ঠানেরই ছাত্র। ক্রিকেট কিংবা ফুটবলেই নয়। আছে হকি, কাবাডি, বাস্কেটবল, সাঁতার ও ডাইভিং, টেবিল-টেনিসসহ নানা ধরণের খেলাধুলা বিষয়ে প্রশিক্ষণের সুযোগ।
সেইসব খেলায় আগ্রগী সিলেটি শিশু-কিশোরদের খোঁজছে বিসিবি। আগামী ৫ থেকে ৬ ফেব্রুয়ারি নেওয়া হবে পরীক্ষা। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রাথমিক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। সিলেট শহরতলীর খাদিমনগরের কল্লগ্রামের বাইপাস এলাকায় অবস্থিত বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে নেওয়া হবে এই পরীক্ষা। উপরীল্লিখিত ছাড়াও আর্চারি, অ্যাথলেটিক্স, বক্সিং, জিমনেস্টিক্স, জুডো, কারাতে, টেনিস, ভলিবল, উশু, তায়াকোয়ানতে খেলায় আগ্রহীদের প্রতিভা অন্বেষণ করা হবে।
অনুর্ধ্ব ১১ থেকে অনুর্ধ্ব ১৬ বছর বয়সী ৪র্থ থেকে ৯ম শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এই প্রতিভা অন্বেষণ পরীক্ষায় অংশ নিতে পারবে।
পরীক্ষার দিনে নিবন্ধন ফরমের কপি ও ফি বাবদ ২০০ টাকা পরীক্ষা কেন্দ্রে দিয়ে পরীক্ষায় অংশ নিতে হবে। প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় ডাক্তারি ও শারীরিক উচ্চতা পরীক্ষা, স্ব খেলার ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। একজন ভর্তিচ্ছু শিক্ষার্থী একাধিক ক্রীড়া বিভাগে পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষার্থীদর বিকেএসপি’র ওয়েবসাইট থেকে নির্ধারিত তারিখের পূর্বে অনলাইনে ফরম পূরণ করতে হবে।
আরসি-০১