ছাতক প্রতিনিধি
জানুয়ারি ২৮, ২০২১
০১:৩৫ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ২৮, ২০২১
০১:৩৫ পূর্বাহ্ন
সুনামগঞ্জের ছাতকে তালতো ভাইয়ের ধর্ষণের শিকার হয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী (১৩) দুইমাসের অন্তঃসত্ত্বা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় স্কুলছাত্রীর ভাই বাদী হয়ে ছাতক থানায় মামলা (নম্বর-২৮) দায়ের করেছেন। আজ বুধবার (২৭ জানুয়ারি) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে অভিযুক্ত সোলেমান মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোলেমান মিয়া ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামের আপ্তাব আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর ওই স্কুলছাত্রী তার আপন বোনের বাড়ি জাতুয়া গ্রামে বেড়াতে যায়। ওইদিন রাতে সোলেমান মিয়া তাকে জোরপূর্বক ধর্ষণ করে। একইভাবে ভয়ভীতি দেখিয়ে তাকে লাগাতার কয়েকদিন ধর্ষণ করে সোলেমান। পরবর্তীতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত সোলেমান মিয়া আত্মগোপন করে।
এ ব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিমুদ্দিন জানান, মামলার সূত্র ধরে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।'
এমএ/আরআর-০৪