'সুস্থ জীবন ও মানসিকতা বিকাশে খেলাধুলার বিকল্প নেই'

দিরাই প্রতিনিধি


জানুয়ারি ২৯, ২০২১
০১:৩৪ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২৯, ২০২১
০১:৩৪ পূর্বাহ্ন



'সুস্থ জীবন ও মানসিকতা বিকাশে খেলাধুলার বিকল্প নেই'

সুনামগঞ্জের দিরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল বলেছেন, সুস্থ জীবন ও সুন্দর মানসিকতা বিকাশে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা সমাজে সম্প্রীতি বৃদ্ধি করে। ক্রিকেটের মাধ্যমে মাশরাফি-সাকিব আল হাসানরা বিশ্বের দরবারে বাংলাদেশকে সম্মানিত করেছেন। এখান থেকেই বেরিয়ে আসবে আগামীদিনের তারকা খেলোয়াড়েরা।

আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বেলা ২টায় দিরাই উপজেলার জগদল ইউনিয়নের মাতারগাঁও যুবসমাজ আয়োজিত সিক্সটিন-সিক্সটিন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাতারগাঁও মোহাম্মদিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসাইনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সালাহ উদ্দিনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ, দিরাই বাজার মহাজন সমিতির সভাপতি কামাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা আসাদ উল্লাহ ও মেরাজ মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন, জগদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান চৌধুরী ছোবা মিয়া, সহ-সাধারণ সম্পাদক সানু মিয়া, উপজেলা যুবলীগ নেতা কলিম উদ্দিন, কামরুজ্জামান কামরুল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু জেহাদ বাবলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ রহমান, ছাত্রলীগ নেতা সুহেল মিয়া, রাজীব রায় প্রমুখ।

 

এএইচ/আরআর-০৫