সুনামগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ৩০, ২০২১
১২:৫৪ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ৩০, ২০২১
১২:৫৪ পূর্বাহ্ন
সুনামগঞ্জে আজ শুক্রবার (২৯ জানুয়ারি) করোনার ভ্যাকসিন এসে পৌঁছার কথা থাকলেও তা আসেনি। আগামী রবিবার ভ্যাকসিন আসবে বলে সিলেট স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে জানানো হয়েছে। সিলেট বিভাগে বৈদ্যুতিক সমস্যার কারণে শুক্রবারের বদলে রবিবার ভ্যাকসিন আসবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সুনামগঞ্জের সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় প্রাথমিকভাবে ৮ হাজার ৪০০টি ভ্যাকসিন আসবে। ইতোমধ্যে সরকার নির্ধারিত সম্মুখসারির যোদ্ধাদের তালিকা প্রস্তুত করা হয়েছে। জেলা ইপিআই ভ্যাকসিন কেন্দ্র ভ্যাকসিন সংরক্ষণের জন্য প্রস্তুত রাখা হয়েছে। দু’জন সিনিয়র স্বাস্থ্যকর্মীকে ভ্যাকসিন প্রয়োগের ওপর বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ভ্যাকসিন সংরক্ষণ ও প্রয়োগে স্বাস্থ্য বিভাগের কোনো সমস্যা নেই বলে সূত্র জানিয়েছে।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামসুদ্দিন বলেন, শুক্রবার ভ্যাকসিন আসার কথা ছিল। সিলেট বিভাগে বৈদ্যুতিক সমস্যার কারণে আগামী রবিবার পাঠানো হবে বলে আমাদের জানানো হয়েছে।
এসএস/আরআর-০৫