আলী আহমদ, জগন্নাথপুর
ফেব্রুয়ারি ০১, ২০২১
০১:৫৪ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০১, ২০২১
০১:৫৪ পূর্বাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে গরু চোর সিন্ডিকেটের আটককৃত ৪ সক্রিয় সদস্যকে আজ রবিবার (৩১ জানুয়ারি) সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলখালাপাড় গ্রামের মৃত সাধু মিয়ার ছেলে সানোয়ার হোসেন সানু (৩৩), একই গ্রামের নজির আলীর ছেলে ছালিক মিয়া ওরফে বাচ্চু (২৪), জগন্নাথপুর পৌর এলাকার ভবানীপুরের মৃত গয়াছ আলীর ছেলের আনাই মিয়া (২৬) ও ইকড়ছই এলাকার আব্দুর রহিমের ছেলে আব্দুস শহিদ (২০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার রাতে জগন্নাথপুর পৌরসভার ভবানীপুর এলাকায় এক কৃষকের গোয়ালঘর থেকে ৫টি গরু চুরি করে পিকআপ গাড়িতে তুলে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের ধাওয়ায় চোরেরা পালিয়ে গেলেও পিকআপ গাড়িটি আটক করে সেটি পুলিশে সোপর্দ করা হয়।
পরদিন শুক্রবার পুলিশ ওই গাডড়ির চালক আব্দুস শহিদকে আটক করে জিজ্ঞাসাবাদ করে গরু চুরির একটি বিশেষ আস্তানার সন্ধান পায়। ওইদিন রাত রাত ৮টার দিকে আলখালাপাড় এলাকায় অভিযান চালিয়ে সানোয়ার হোসেন সানুর বাড়িতে তল্লাশি করে একটি বিশেষ গোপন কক্ষ থেকে ৭টি চুরি যাওয়া গরু উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ আনাই ও বাচ্চুকে আটক করে। আটককৃতদের জবানবন্দিতে গতকাল শনিবার পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ আরও ২২টি গরু উদ্ধার করেছে।
এদিকে থানায় গরুসহ চোর ধরা পড়েছে এমন সংবাদ জগন্নাথপুরসহ উপজেলার আশেপাশের অঞ্চলে ছড়িয়ে পড়লে চুরি যাওয়া গরুর মালিকগণ থানায় ভিড় করেন। জগন্নাথপুর থানার সামনে কথা হয় উপজেলার বড়কাপন গ্রামের কৃষক ফরহাদ মিয়ার সঙ্গে। তিনি জানান, সম্প্রতি রাতের আঁধারে তার গোয়ালঘর থেকে দু'টি হালের গরু চুরি হয়ে যায়। অনেক স্থানে খোঁজাখুজি করেও গরুর সন্ধান মিলেনি। গত শুক্রবার খবর তিনি খবর পান জগন্নাথপুর থানায় চোরসহ অনেকগুলো গরু ধরা পড়েছে। এ খবর পেয়ে থানায় এসে নিজের চুরি যাওয়া দু'টি গরু শনাক্ত করেছেন তিনি। হারোনো সম্পদ চোখের সামনে দেখতে পেয়ে আনন্দিত তিনি। তবে গরুগুলো আদালতের মাধ্যমে নিজের কাছে নিতে হবে বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে অংশ নেওয়া জগন্নাথপুর থানার এসআই রাজিব আহমদ বলেন, অভিযানকালে আমরা অনুসন্ধান করে একটি বাডড়ির বসতঘরে বিশেষ গোপন ঘর দেখতে পাই। সেই ঘরে চুরি যাওয়া ৭টি গরু মিলেছে। পুলিশি জিজ্ঞাসাবাদ আসামারি স্বীকার করেছে চুরি করে আনা গরুগুলো গোপন ঘরে রাখা হতো। গোপন ঘরটি কেউ দেখার সুযোগ ছিল না। চুরি যাওয়া গরুগুলো কৃষকদের ঘরের গরু।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গরু চোর সিন্ডিকেটের মূল হোতা সানিসহ আটক ৪ জনকে কারাগারে পাঠানো হয়েছে। চুরি যাওয়া গরুগুলো শনাক্তকরণের কাজ চলছে।
এএ/আরআর-০৭