ছাতক প্রতিনিধি
ফেব্রুয়ারি ০২, ২০২১
০১:০৪ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০২, ২০২১
০১:০৫ পূর্বাহ্ন
সোহাগ আহমদ
সুনামগঞ্জের ছাতকের চরেরবন্দ এলাকার এক নারী রোগীর ভর্তিকে কেন্দ্র করে হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কবির আহমদকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে সোহাগ আহমদ (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে। পুলিশ ঘটনাস্থল থেকে সোহাগ আহমদকে গ্রেপ্তার করে আজ সোমবার (১ ফেন্রুয়ারি) বিকেলে জেলহাজতে প্রেরণ করেছে। এর আগে সোমবার ভোরে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে।
সোহাগ আহমদ ছাতক কাস্টমস রোড এলাকার মাসুক মিয়ার পুত্র। মদ্যপ অবস্থায় তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে। এ ব্যাপারে ডা. কবির আহমদ বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা (নম্বর-২) দায়ের করেছেন।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামি সোহাগ আহমদকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এমএ/আরআর-০৪