সুনামগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ০২, ২০২১
০৩:০০ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০২, ২০২১
০৩:০০ পূর্বাহ্ন
সুনামগঞ্জ পৌরসভার জননন্দিত মেয়র আয়ূব বখত জগলুলের তৃতীয় মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা বলেছেন, জগলুল ছিলেন অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে আপসহীন ও আদর্শিক রাজনীতিক। রাজনীতিতে তিনি ভালো মানুষদের উৎসাহ দিতেন। তার মতো নির্লোভ ও সৎ মানুষের রাজনীতিতে বড় প্রয়োজন। জগলুল রাজনীতির পাশাপাশি জনবান্ধব জনপ্রতিনিধি হয়ে মানুষের হৃদয় জয় করেছিলেন। সুনামগঞ্জ পৌরসভার দৃষ্টিনন্দন উন্নয়নের রূপকার তিনি।
আজ সোমবার (১ ফেব্রুয়ারি) বিকেলে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে আয়ূব বখত জগলুল স্মৃতি পরিষদের আয়োজনে এ আলোচনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র ও প্রয়াত আয়ূব বখত জগলুলের ছোট ভাই নাদের বখত।
ছাত্রলীগ নেতা শাহ জুনায়েদ আহমদ সৃজন ও প্রগতি সংগঠনের মুখপাত্র সাদিকুর রহমান রুবেলের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কামান্ডার নুরুল মোমেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি নজরুল ইসলাম শেফু, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সেলিম, শহীদ মুক্তিযোদ্ধা জগৎ জ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালেহ আহমদ, শিক্ষাবিদ যোগেশ্বর দাস, জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম নিক্কু, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট মনিষ কান্তি দে মিন্টু, সাবেক রাজনীতিবিদ হাবিবুর রহমান হাবিব, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুল আবেদীন, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরি ভট্টাচার্য্য, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমান রায়, সুনামগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আহমদ নূর, নারী কাউন্সিলর সামিনা চৌধুরী মনি প্রমুখ।
উল্লেখ্য, ২০১৮ সালের ১ ফেব্রুয়ারি আয়ূব বখত জগলুল ঢাকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
এসএস/আরআর-০৯