ছাতকে প্রথম ধাপে আসছে সাড়ে ১৩ হাজার ডোজ ভ্যাকসিন

ছাতক প্রতিনিধি


ফেব্রুয়ারি ০২, ২০২১
০৩:০৯ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০২, ২০২১
০৩:০৯ পূর্বাহ্ন



ছাতকে প্রথম ধাপে আসছে সাড়ে ১৩ হাজার ডোজ ভ্যাকসিন

সুনামগঞ্জের ছাতকে প্রথম ধাপে ১৩ হাজার ৫৩৪ ডোজ করোনার ভ্যাকসিন আসছে। ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনকার করোনা ভ্যাকসিন প্রদানের জন্য প্রস্তুতি নিচ্ছে উপজেলার স্বাস্থ্য বিভাগ। 

আগামী ৭ ফেব্রুয়ারি ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। 

এর আগে ভ্যাকসিন প্রদানের দ্বায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ ও তাদের মধ্যে টিকাদান কার্যক্রম সম্পাদন করা হবে। পরবর্তীতে সুরক্ষা অ্যাপে নিবন্ধনের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে এসব ভ্যাকসিন প্রদান করা হবে।

আজ সোমবার (১ ফেব্রুয়ারি) ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ভ্যাকসিন প্রদান সংক্রান্ত উপজেলা কমিটির সভায় এসব তথ্য জানানো হয়।

কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চৌধুরী রাজিব মোস্তফা, ছাতক থানার ওসি মো. নাজিমুদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাশ, ছাতক বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন সরদার, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউর রহমান, ছাতক পৌরসভার কর নির্ধারক শফিকুল ইসলাম, সাংবাদিক মাহবুব আলম প্রমুখ।

 

এমএ/আরআর-১০