তাহিরপুরে গাছে বেঁধে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

তাহিরপুর প্রতিনিধি


ফেব্রুয়ারি ০২, ২০২১
১০:০৮ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০২, ২০২১
১০:১০ অপরাহ্ন



তাহিরপুরে গাছে বেঁধে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

যাদুকাটা নদীতে অবৈধ পন্থায় বালু পাথর উত্তোলনের  ছবি সংগ্রহ করতে গিয়ে দৈনিক সংবাদ পত্রিকার তাহিরপুর প্রতিনিধি কামাল হোসেন এর উপর মধ্যযুগীয় কায়দায় বালু-পাথর খেকোদের হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলা প্রেসক্লাব ও তাহিরপুরের সচেতন নাগরিক সমাজ। 

মঙ্গলবার(২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম এর সভাপতিত্বে এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বাবরুল হাসান বাবলু, সাধারণ সম্পাদক আলম সাব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রাজ্জাক, অর্থ সম্পাদক সাজ্জাদ হোসেন শাহ্, সাংবাদিক আবির হাসান-মানিক, রাজু আহমেদ রমজান, সামছুল আলম আখঞ্জী, তাহিরপুর বণিক সমিতির সাবেক সভাপতি সুধাংশু গাঙ্গুলি রতন।

আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুস ছোবহান আখঞ্জি, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার রফিকুল ইসলাম, ইউপি সদস্য সুষমা জাম্বিল,আলীনুর রেজা, সমাজসেবক তোজাম্মিল হক নাসরুমসহ আরো অনেকে।

উপস্থিত সচেতন নাগরিক সমাজ সংহতি প্রকাশ করে দোষীদের দ্রুত গ্রেফতারের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন।

এ এইচ/বি এন-০৫