জগন্নাথপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ০২, ২০২১
১১:১৪ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০২, ২০২১
১১:১৭ অপরাহ্ন
‘এসো শিকড়ের টানে ঐক্য হই, এসো জনকল্যাণে এগিয়ে যাই’। এই শ্লোগানকে সামনে রেখে ব্রিটিশ বাংলা অ্যাসোসিয়েশন (ইউ-কে) এর উদ্যোগে জগন্নাথপুরে অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার ( ১ ফেব্রুয়ারি ) বিকেল তিনটায় পৌর পয়েন্ট এলাকায় শীতবস্ত্র বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টারের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিমের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জামাল ঊদ্দিন আহমদ, জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হাজী সোহেল আহমদ খান টুনু, জগন্নাথপুর উপজেলা যুবদল নেতা আনছার মিয়া, জেলা যুবদলের সদস্য শামিম আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির প্রমুখ।
পরে দুই শতাধিক শীর্তাতদের মধ্যে একটি করে কম্বল বিতরণ করা হয়।
ব্রটিশ বাংলা অ্যাসোসিয়েশন ইউ-কের জগন্নাথপুরের প্রতিনিধি দলের জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টার ও ভারপ্রাপ্ত সম্পাদক জামাল উদ্দিন আহমদ জানান, জগন্নাথপুর পৌরসভাসহ উপজেলার প্রতিটি ইউনিয়ন পর্য়ায়ে এক হাজার পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
তাঁরা জানান, করোনা মহামারির এক কঠিন পরিস্থিত মধ্যে দেশের অসহায়দের কথা চিন্তা করে তাঁদের পাশে দাঁড়ানোর জন্য অ্যাসোসিয়েশনের সকল প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে করোনা থেকে প্রবাসীদের সুরক্ষায় আল্লাহপাকের নিকট দোয়া চেয়েছেন।
এ এ/বি এন-৯