বাপ্পা ঘোষ চৌধুরীকে জামালগঞ্জ প্রেসক্লাবের অভিনন্দন

জামালগঞ্জ প্রতিনিধি


ফেব্রুয়ারি ০৩, ২০২১
১১:১৫ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৩, ২০২১
১১:১৫ অপরাহ্ন



বাপ্পা ঘোষ চৌধুরীকে জামালগঞ্জ প্রেসক্লাবের অভিনন্দন

জামালগঞ্জের কৃতিসন্তান বাপ্পা ঘোষ চৌধুরী সিলেটস্থ ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) এর তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হওয়ায় জামালগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। 

সোমবার (১ ফেব্রুয়ারি) রাতে এসোসিয়েশনের ১৪তম বার্ষিক সাধারণ সভার কাউন্সিলে সভাপতি পদে দেশ টেলিভিশনের সিলেট ব্যুরোপ্রধান বাপ্পা ঘোষ চৌধুরীকে সভাপতি নির্বাচিত করায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, সহ সভাপতি অঞ্জন পুরকায়স্থ, সাধারণ সম্পাদক নিজাম নূর, সহ সাধারণ সম্পাদক দিল আহমদ, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান তালুকদার, কোষাধ্যক্ষ মো. বায়েজিদ বীর ওয়াহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিশ্বজিত রায়, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম জাকারিয়া, নির্বাহী সদস্য আকবর হোসেন, সদস্য জিয়াউর রহমান ও শেরে আলম শেরু।

সদ্য নির্বাচিত ইমজা সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী জামালগঞ্জ উত্তর ইউনিয়নের ঐতিহ্যবাহী সাচনা চৌধুরী বাড়ির মৃত কল্যাণব্রত ঘোষ চৌধুরীর ছেলে। 

তিনি সিলেটে দীর্ঘদিন ধরে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সুনামের সাথে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। জামালগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁর দীর্ঘায়ু কামনাসহ উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।

বি আর/বি এন-১২