জামালগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ০৩, ২০২১
১১:১৭ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৩, ২০২১
১১:১৯ অপরাহ্ন
তাহিরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনকে নির্যাতনের প্রতিবাদে জামালগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, সহ সভাপতি অঞ্জন পুরকায়স্থ, সাধারণ সম্পাদক নিজাম নূর, সহ সাধারণ সম্পাদক দিল আহমদ, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান তালুকদার, কোষাধ্যক্ষ মো. বায়েজিদ বীর ওয়াহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিশ্বজিত রায়, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম জাকারিয়া, নির্বাহী সদস্য আকবর হোসেন, সদস্য জিয়াউর রহমান ও শেরে আলম শেরু।
তারা এক প্রতিবাদলিপিতে জানিয়েছেন, দোষীদের যথাযথ বিচার নিশ্চিত না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত সোমবার দুপুরে তাহিরপুর উপজেলার ঘাগটিয়া এলাকায় যাদুকাটা নদীর তীরে পাথর ও বালুখেকোদের ছবি সংগ্রহ করতে গেলে সাংবাদিক কামাল হোসেনকে গাছে বেঁধে মারধর করে দুষ্কৃতিকারীরা।
এ নির্যাতনের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হলে সর্বত্র নিন্দার ঝড় ওঠে।
বি আর/বি এন-১৩