তাহিরপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ০৩, ২০২১
১১:৫৩ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৩, ২০২১
১১:৫৩ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুরে অবৈধভাবে নদীর পাড় কেটে বালু উত্তোলনের ছবি তুলতে যাওয়া সাংবাদিক কামাল হোসেনকে (৩০) গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি রইস উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার (৩ ফেব্রুয়ারি) ভোরে অভিযান চালিয়ে উপজেলার মানিগাঁও গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রইস উদ্দিন ওই এলাকার আনামত আলীর ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দীপঙ্কর বিশ্বাস।
এর আগে ঘটনার ভিডিও ফুটেজ দেখে গত সোমবার ঘাগটিয়া এলাকার সামু মিয়ার ছেলে ফয়সাল আহমেদ, শাহনুর মিয়ার ছেলে আনহারুল ইসলাম, ছবিরুল ইসলামের ছেলে তাহির হোসেন ও গোলাম হোসেনের ছেলে মাসবিরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
উল্লেখ্য, গত সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জেলার তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে সাংবাদিক কামাল হোসেন ছবি তুলতে যান। ওইসময় স্থানীয় বালু-পাথরখেকো চক্র সাংবাদিক কামাল হোসেনকে মারধর করে ঘাগটিয়াবাজারে জনসম্মুখে গাছের সঙ্গে বেঁধে রাখে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলার বাদাঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। কামাল হোসেন জাতীয় দৈনিক সংবাদ ও সিলেটের দৈনিক শুভ প্রতিদিনের তাহিরপুর প্রতিনিধি এবং তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক।
এএইচ/আরআর-০২