দোয়ারাবাজারে আ.লীগের টিকিট পেতে তৎপর স্বপন

দোয়ারাবাজার প্রতিনিধি


ফেব্রুয়ারি ০৪, ২০২১
০২:৪৫ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৪, ২০২১
০২:৪৫ পূর্বাহ্ন



দোয়ারাবাজারে আ.লীগের টিকিট পেতে তৎপর স্বপন

মো. স্বপন মিয়া

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ২ নম্বর নরসিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নৌকার টিকিটপ্রত্যাশী উপজেলা আওয়ামী লীগ নেতা, বীর মুক্তিযোদ্ধার সন্তান মো. স্বপন মিয়া এখন কোমর বেঁধে মাঠে নেমেছেন। দিন-রাত ঘুরে বেড়াচ্ছেন গ্রামে গ্রামে, যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে।

দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের সারপিন নগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আবদুল মান্নানের ছেলে স্বপন ইতোমধ্যে এলাকায় সমাজসেবামূলক কর্মকাণ্ড চালিয়ে মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছেন তিনি। তার নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রামে মসজিদ-মাদরাসার উন্নয়নসহ সমাজের অসহায়, দরিদ্র মানুষের পাশে থেকে সর্বস্তরের মানুষের ভালোবাসা কুড়ানোর চেষ্টা করেছেন। করোনার প্রাদুর্ভাবকালীন সমাজের দুস্থ ও গরিব মানুষের পাশে থেকে সার্বিক সহযোগিতা করেছেন তিনি।

জানা যায়, উদার মন-মানসিকতা এবং সমাজসেবায় ব্রতী হয়ে স্বপন মিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ইতোমধ্যে নির্বাচনী এলাকার নাছিমপুর, সোনাপুর, মন্তাজনগর, দৌলতপুর, নছরনগর, হাবিব নগর, সারপিনপাড়া, বিরেন্দ্রনগর, খাইরগাঁও, সিরাজপুর, জোয়াইরগাঁও, শ্যামারগাঁও, রগারপাড়, শ্রীপুর, সানিয়াসহ প্রত্যন্ত গ্রামে দলীয় নেতা-কর্মী ও সর্বস্তরের ভোটারদের সঙ্গে কুশল ও মতবিনিময় এবং গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি দুঃখী ও অসহায় মানুষের পাশে থেকে সমাজসেবামূলক কাজ করতে চান। নৌকার টিকিট পেতে নিয়মিত যোগাযোগ ও লবিং অব্যাহত রেখেছেন উপজেলা, জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে।

তার সর্মথকরা জানান, বীর মুক্তিযোদ্ধার সন্তান স্বপন মিয়া একজন প্রকৃত সমাজসেবক। এলাকার গরিব, অসহায় মানুষের জন্য নিবেদিতপ্রাণ এক সমাজকর্মী তিনি। এরকম মানবদরদী মানুষ ইউনিয়নের নেতৃত্বে এলে সমাজের চিত্রপট পাল্টে যাবে।

স্বপন মিয়া বলেন, 'অবহেলিত ও উন্নয়নবঞ্চিত নরসিংপুর ইউনিয়নকে একটি আধুনিক ও সমৃদ্ধ ইউনিয়নে রূপান্তর করতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। আগামী ইউপি নির্বাচনে দলীয় নৌকা প্রতীক পেতে আমি আশাবাদী। এলাকার মানুষ আমার পাশে রয়েছেন। দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নে সহযোগিতা ছাড়াও এলাকার দুস্থ অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। আমি সকলের সহযোগিতা চাই।'

 

এইচএইচ/আরআর-১১