আলী আহমদ, জগন্নাথপুর
ফেব্রুয়ারি ০৪, ২০২১
০২:৫৭ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৪, ২০২১
০২:৫৯ পূর্বাহ্ন
যুক্তরাজ্যে করোনা পরিস্থিতির ভয়াবহতায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলাবাসী। প্রায় প্রতিদিন করোনায় প্রিয়জন হারানোর সংবাদে দেশে থাকা স্বজনরা দিশেহারা হয়ে পড়েছেন। প্রতিদিন উপজেলার বিভিন্ন জায়গায় সামাজিক সংগঠনের আয়োজনে মসজিদ-মন্দিরে যুক্তরাজ্যে করোনায় আক্রান্তদের সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা চলছে।
উপজেলাবাসী ও যুক্তরাজ্যে বসবাসকারী জগন্নাথপুর উপজেলার কমিউনিটি নেতারা জানান, প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার উল্লেখযোগ্য সংখ্যক লোক যুক্তরাজ্য প্রবাসী। স্থানীয় ভাষায় তারা 'লন্ডনী' হিসেবে পরিচিত। তাদের পাঠানো রেমিটেন্সের অর্থ দিয়ে সরকার, পরিবার ও সমাজ উপকৃত হচ্ছে। গতবছরের মার্চে বৈশ্বিক মহামারী করোনাভাইরাস দেখা দিলে যুক্তরাজ্য ও বাংলাদেশে এর থাবায় অনেকে আক্রান্ত হলেও মৃত্যুর হার কম ছিল। করোনার দ্বিতীয় ধাক্কায় বাংলাদেশের পরিস্থিতি বিশেষ করে মৃত্যুর হার কম হলেও যুক্তরাজ্যে ভয়াবহ পরিস্থিতি দেখা দেয়। আক্রান্ত ও মৃত্যুর মিছিলে জগন্নাথপুর উপজেলার বাসিন্দাদের সংখ্যাও কম নয়।
জগন্নাথপুর উপজেলার সন্তান যুক্তরাজ্যস্থ বাংলা মিরর পত্রিকার সম্পাদক আব্দুল করিম গণি বলেন, 'যুক্তরাজ্যে করোনা পরিস্থিতিতে আমরা ভালো নেই। ঘরে ঘরে করোনা আক্রান্ত রোগী। প্রতিদিন আমাদের পরিচিত ও প্রিয়জনের মৃত্যুর মিছিল আমাদেরকে মানসিকভাবে দুর্বল করে দিচ্ছে।'
যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা এম এ কাদির বলেন, 'করোনা পরিস্থিতিতে যুক্তরাজ্যে বাঙালি কমিউনিটির অর্থনীতিতে প্রভাব পড়েছে। প্রতিদিন মৃত্যুর মিছিলের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে মন্দা দেখা দিয়েছে। প্রিয়জনের অকাল মৃত্যুতে আমরা শোকাহত হয়ে পড়েছি।'
জগন্নাথপুর উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব বলেন, 'জগন্নাথপুর উপজেলার অধিকাংশ পরিবারের সদস্য লন্ডনে রয়েছেন। করোনা পরিস্থিতিতে ঘরে ঘরে আক্রান্ত হওয়ায় রেমিট্যান্সের উপরেও প্রভাব পড়ছে। আমরা লন্ডনে থাকা স্বজনদের নিয়ে চিন্তিত। তাদের আশু সুস্থতা কামনা করে মসজিদ-মন্দিরে আমরা প্রার্থনা করছি।'
প্রসঙ্গত, সম্প্রতি যুক্তরাজ্যে জগন্নাথপুরের শ্রীরামসী গ্রামের দুই আপন ভাই ১০ ঘন্টার ব্যবধানে করোনায় প্রাণ হারান। এছাড়া একমাসের কম সময়ে জগন্নাথপুর পৌরসভার জগন্নাথপুর এলাকার বাবা-ছেলে মারা গেছেন করোনায়। জগন্নাথপুরের শেরপুর এলাকাসহ বিভিন্ন এলাকার বেশ কয়েকজন যুক্তরাজ্যে করোনায় মারা গেছেন।
এএ/আরআর-১২