ধর্মপাশায় মাঠ দিবস অনুষ্ঠিত

ধর্মপাশা প্রতিনিধি


ফেব্রুয়ারি ০৫, ২০২১
০১:৫৮ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৫, ২০২১
০১:৫৮ পূর্বাহ্ন



ধর্মপাশায় মাঠ দিবস অনুষ্ঠিত

ধর্মপাশা প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের আবুয়ারচর গ্রামের সামনের মাঠে জৈব কৃষি ও জৈবিক বালাই ব্যবস্থাপনা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি বিভাগ এই মাঠ দিবসের আয়োজন করে। এতে শতাধিক কৃষক অংশ নেন।

স্থানীয় কৃষক ফজর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।

উপসহকারি কৃষি কর্মকর্তা কামরুল হাসানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ধর্মপাশা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লুৎফুর রহমান, কৃষক বজলুর রহমান, রিপন মিয়া প্রমুখ।

এসএ/বিএ-০৫