ধর্মপাশায় মাদক ব্যবসায়ীকে ১০ দিনের কারাদণ্ড

ধর্মপাশা প্রতিনিধি


ফেব্রুয়ারি ০৬, ২০২১
০২:৩৪ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৬, ২০২১
০২:৩৪ পূর্বাহ্ন



ধর্মপাশায় মাদক ব্যবসায়ীকে ১০ দিনের কারাদণ্ড

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের নোয়াবন্দ গ্রামের বাসিন্দা মাদক ব্যবসায়ী হাসান মিয়া (২৪)কে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল (৪ফেব্রুয়ারি) বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী  হাকিম  মো.মুনতাসির হাসান এই আদালত পরিচালনা করেন।

ধর্মপাশা থানার এসআই সুমন চন্দ্র দাস বলেন, উপজেলা সদর ইউনিয়নের নোয়াবন্দ গ্রামের বাসিন্দা হাসান মিয়া একজন চিহ্নিত মাদকব্যবসায়ী ও মাদকসেবী। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের উকিলপাড়া মোড়ের একটি চায়ের স্টলের ভেতরে বসে  মাদকব্যবসায়ী হাসান মিয়া নিজে গাঁজা সেবন ও বিক্রি করছিলেন। খবর পেয়ে ওইদিন রাত সোয়া আটটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্যারের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে সাত পুরিয়া গাঁজাসহ মাদকব্যবসায়ী হাসানকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাকে ওইদিনই কারাগারে পাঠানো হয়েছে।

এসএ/বিএ-১১