ধর্মপাশা প্রতিনিধি
ফেব্রুয়ারি ০৬, ২০২১
০৩:০৬ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৬, ২০২১
০৩:০৬ পূর্বাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জাতীয় গ্রন্থাগার দিবস ২০২১ইং উদযাপন উপলক্ষে বই পাঠ প্রতিযোগিতা, বই প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলা সদরের সুফিয়া রহিম গণপাঠাগার মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুফিয়া রহিম গণপাঠাগারের কার্যনির্বাহী পরিষদের সভাপতি মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ কামরুল হাসান।
এসময় আরও বক্তব্য দেন জয়শ্রী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শেখ ফরিদ আহমেদ, ধর্মপাশা শিক্ষা পল্লীর পরিচালক ও সুফিয়া রহিম গণপাঠাগারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গোলাম জিলানী, সহকারি শিক্ষক আফরোজা আক্তার, গৌতম কুমার সরকার, নিয়তি রাণী দাস, প্রকৌশলী সাইফুল ইসলাম প্রমুখ।
এসএ/বিএ-১৪