ধর্মপাশা প্রতিনিধি
ফেব্রুয়ারি ০৭, ২০২১
০১:২৩ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৭, ২০২১
০১:২৩ পূর্বাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০ জন ভিক্ষুক ও অসহায় প্রতিবন্ধীদের মধ্যে বিনামূল্যে ১টি করে কম্বল, ৫ কেজি করে চাল, ১ কেজি করে আলু, ১ কেজি পেঁয়াজ ও আধাকেজি করে ডাল বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উকিলপাড়া মোড়ে যুক্তরাজ্যভিত্তিক প্রবাসীদের সংগঠন আর্ন অ্যান্ড লিভের সুনামগঞ্জ জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার ও ধর্মপাশা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী, হলিদাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষিকা মোছা. আলেহা বেগম, অ্যাডভোকেট সাইফুল ইসলাম চৌধুরী কামাল, ধর্মপাশা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেম, হলিদাকান্দা গ্রামের বাসিন্দা সেন্টু আহমেদ পটল প্রমুখ।
এসএ/আরআর-০৬