ধর্মপাশা প্রতিনিধি
ফেব্রুয়ারি ০৭, ২০২১
০৯:৩১ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৭, ২০২১
০৯:৩৩ অপরাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোভিড ১৯ প্রতিরোধে দুটি টিকা কেন্দ্রের মাধ্যমে নিবন্ধনকৃতদের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।
আজ রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কোভিড ১৯ এর প্রথম টিকা নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা.সাদবীর জামান রকি।
এ সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো.মুনতাসির হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোক্তাদির আহমেদ,ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য জুবায়ের পাশা হিমু. উপজেলা সমাজসেবা কর্মকর্তা গিয়াস উদ্দিন., উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস,সাংবাদিক মোবারক হোসেন, ফারুক আহমেদ প্রমুখ।
এস এ/বি এন-৮