তাহিরপুরে প্রথম টিকা নিলেন উপজেলা চেয়ারম্যান

তাহিরপুর প্রতিনিধি


ফেব্রুয়ারি ০৮, ২০২১
০১:৫৭ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৮, ২০২১
০১:৫৭ পূর্বাহ্ন



তাহিরপুরে প্রথম টিকা নিলেন উপজেলা চেয়ারম্যান

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল। এ সময় তিনি প্রথম টিকা গ্রহণ করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. ইকবাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল। বিশেষ অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ আমজাদ হোসেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ছাড়াও প্রথম দিনে টিকা নিয়েছেন উপজেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন দপ্তর ও স্বাস্থ্য বিভাগের লোকজন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার, সদর ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি বাবরুল হাসান বাবলু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, আওয়ামী লীগ নেতা সেলিম আখঞ্জি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুষেন বর্মন, সাধারণ সম্পাদক এমরান হোসেন ভীপক, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ, উত্তর বড়দল ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুক মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল বাশার, ছাত্রলীগ নেতা ধীমান চন্দ প্রমুখ।

 

এএইচ/আরআর-১০