দিরাই প্রতিনিধি
ফেব্রুয়ারি ০৮, ২০২১
০২:০৩ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৮, ২০২১
০২:০৩ পূর্বাহ্ন
সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের রাজনাও গ্রামে সংঘর্ষে আহত আব্দুল জব্বার (৫২) তিনদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি উপজেলার জগদল ইউনিয়নের রাজনাও গ্রামের মৃত কনাই উল্লার ছেলে।
আজ রোববার (৭ ফেব্রুয়ারি) সকালের দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এরপর দুইজনকে আটক করেছে পুলিশ।
দিরাই থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বাড়ির পাশের জমিতে পানি সেচকে কেন্দ্র করে গ্রামের আব্দুল ওয়াহাব ও আব্দুল জব্বারের লোকজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে আব্দুল জব্বার আহত হলে তাকে প্রথমে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকাল ৭টার দিকে মারা যান তিনি।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ রোববার আহত ব্যক্তির মৃত্যুর সংবাদ পাওয়ার পর রাজনাও গ্রামে অভিযান চালিয়ে শামসুল হক ও তার পুত্র শিমুল হককে আটক করা হয়েছে।
এএইচ/আরআর-১১