দিরাইয়ে করোনার টিকাদান কার্যক্রম শুরু

দিরাই প্রতিনিধি


ফেব্রুয়ারি ০৮, ২০২১
০২:১০ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৮, ২০২১
০২:১০ পূর্বাহ্ন



দিরাইয়ে করোনার টিকাদান কার্যক্রম শুরু

সুনামগঞ্জের দিরাইয়ে কোভিট-১৯ এর টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিরাই সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজের অধ্যক্ষ মিহির রঞ্জন দাসকে প্রথম টিকাদানের মধ্য দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মনি রানী দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় প্রমুখ।

কার্যক্রম শুরুর প্রথম দিনে ১০৮ জন নিবন্ধন করেছেন জানিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মনি রানী দাস জানান, দিরাই উপজেলায় এ পর্যন্ত ৪ হাজার করোনার ভ্যাকসিন এসে পৌঁছেছে।

 

এএইচ/আরআর-১২