দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ০৮, ২০২১
০২:২১ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৮, ২০২১
০২:২১ পূর্বাহ্ন
সারা দেশের ন্যায় সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন গ্রহণের কার্যক্রমের উদ্বোধন হয়েছে। আজ রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলার পাগলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে (অস্থায়ী টিকাদান কেন্দ্র) এ টিকা প্রদানের কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন প্রদানের উদ্বোধন করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেবুন নাহার শাম্মী ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন। উদ্বোধন পরবর্তীতে টিকাগ্রহণ করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেবুন নাহার শাম্মী। এর আগে সর্বপ্রথম দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় করোনার টিকাগ্রহণ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন। পরে দিনব্যাপী বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, এনজিওকর্মীসহ গণ্যমান্যদের মাঝে টিকাদান কর্মসূচি চলমান রাখা হয়।
প্রথম দিনে টিকাগ্রহণের জন্য ৭৭ জন অনলাইনের মাধ্যমে নিবন্ধন করলেও টিকাগ্রহণ করেছেন ৫০ জন। অনলাইনে নিবন্ধনকারীগণ দেরিতে বার্তা পাওয়ায় এবং অনেক নিজ এলাকায় অবস্থান না করায় পরবর্তীতে তারা টিকাগ্রহণ করতে পারবেন বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (টিএইচও) ডা. জসিম উদ্দিন।
উপজেলা স্বাস্থ্য অফিস সূত্রে জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী, সরকারি চাকরিজীবী, চিকিৎসক ও অন্যান্য সরকারি-বেসরকারি স্বাস্থ্যকর্মীরা টিকাগ্রহণ করতে পারবেন। দক্ষিণ সুনামগঞ্জে প্রথম ডোজ হিসেবে সাড়ে ৩ হাজার ভ্যাকসিন ইতোমধ্যে মজুদ রয়েছে। এ উপজেলায় অনলাইনে আবেদনের মাধ্যমে ৫৫ বছরের বেশি বয়স্ক জনগণ করোনার ভ্যাকসিন গ্রহণের জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (টিএইচও) ডা. জসিম উদ্দিন, মেডিকেল অফিসার ডা. আহমেদ ফয়েজ, ডা. জ্যোতি দাশ, স্বাস্থ্য পরিদর্শক বিনয় ভূষণ চক্রবর্তী, পাগলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী হুমায়ুন কবির, মেডিকেল টেকনোলজিস্ট নওশাদ মিয়া, সহ-স্বাস্থ্য পরিদর্শক মাসুক আহমদ প্রমুখ।
এসটি/আরআর-১৩