জগন্নাথপুরে দ্বিতীয় দিনে টিকা নিলেন ৫৯ জন

জগন্নাথপুর প্রতিনিধি


ফেব্রুয়ারি ০৯, ২০২১
০১:২৫ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৯, ২০২১
০১:২৫ পূর্বাহ্ন



জগন্নাথপুরে দ্বিতীয় দিনে টিকা নিলেন ৫৯ জন

করোনাভাইরাস প্রতিষেধক ভ্যাকসিন প্রদান কার্যক্রমের দ্বিতীয় দিনে আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) সুনামগঞ্জের জগন্নাথপুরে টিকা নিয়েছেন ৫৯ জন। সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩টি টিকাদান কেন্দ্রে আগ্রহীরা টিকা নেন।

সোমবার সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তার পাশাপাশি সাধারণ মানুষও টিকা নিয়েছেন। গতকাল প্রথম দিন টিকা নিয়েছিলেন ৬০ জন। এর মধ্যে ছিলেন ৪৪ জন পুরুষ ও ১৬ জন নারী। দ্বিতীয় দিনে আজ ৫৯ জন টিকা নেন। তাদের মধ্যে পুরুষ ৪১ জন ও নারী ৮ জন। গত দুইদিনে যারা টিকা নিয়েছেন তারা সবাই সুস্থ রয়েছেন বলে জানা গেছে। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, প্রথম ধাপে উপজেলায় ৮ হাজার ৮শ করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়া গেছে। এর মধ্যে ৪ হাজার ৪শ জনকে এই ভ্যাকসিন দুই ডোজ করে দেওয়া হবে। এরই মধ্যে ১৮৩ জন টিকা নিতে নিবন্ধন করেছেন।  

জগন্নাথপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুদন ধর জানান, গত দুইদিনে জগন্নাথপুরে ১১৯ জন টিকা নিয়েছেন। সবাই সুস্থ রয়েছেন। মানুষ উৎসাহিত হয়ে টিকা নিচ্ছেন। জীবন সুরক্ষায় এই টিকা সবার জন্য দরকার। 

তিনি জানান, প্রতিটি টিকাদান কেন্দ্রে দুইজন প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ও চারজন করে স্বেচ্ছাসেবক রয়েছেন।

 

এএ/আরআর-০৪