জগন্নাথপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ০৯, ২০২১
০২:৪৭ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৯, ২০২১
০২:৪৭ পূর্বাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে ঝরে পড়া শিক্ষার্থীদের পাঠদানের জন্য ৭০টি বিদ্যালয় নির্মাণ করা হবে। আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাতের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, সুনামগঞ্জের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক নজরুল ইসলাম ভূঁইয়া, অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গাইনাজেশনের (এএসডিও) নির্বাহী পরিচালক নুর ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুখছিল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুখলেছ উদ্দিন, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি শংকর রায়, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্লাহ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, প্রতিবছরই ঝরে পড়ছে শিক্ষার্থীরা। তাদেরকে বিদ্যালয়গামী করতে সরকারি এই সিদ্ধান্ত খুবই প্রসংশনীয়। দ্রুত বিদ্যালয় স্থাপন করে শিক্ষাবঞ্চিত এসব ঝরে পড়া শিক্ষার্থীদের পাঠদানে সবার সহযোগিতা প্রয়োজন বলে বক্তারা জানান।
জানা গেছে, বাংলাদেশ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চর্তুথ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় জেলার জগন্নাথপুর ও জামালগঞ্জ উপজেলায় ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে বিদ্যালয় নির্মাণ করা হবে। অচিরেই জগন্নাথপুরে বিদ্যালয়ের স্থান নির্ধারণে জরিপ কাজ শুরু হবে। এসব বিদ্যালয় বাস্তবায়নকারী হিসেবে আছে অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল ডেভলাপমেন্ট অর্গাইনাইজেশন (এএসডিও), জামালপুর।
বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক নুর ইসলাম বলেন, সরকার ঝরে পড়া শিশুদের বিদ্যালয়গামী করে তাদের শিক্ষার আওতায় আনতে জগন্নাথপুরে কমপক্ষে ৭০টি বিদ্যালয় নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। এসব বিদ্যালয়ে ৮ বছর থেকে ১৪ বছর বয়সী ঝরে পড়া এবং বিদ্যালয়ে ভর্তি না হওয়া শিশুরা পাঠদানের সুবিধা পাবে। প্রতিটি বিদ্যালয়ে ৩০ জন শিক্ষার্থী লেখাপড়ার সুযোগ পাবে। এছাড়া প্রতিটি বিদ্যালয়ে একজন করে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
তিনি জানান, অচিরেই জগন্নাথপুরে বিদ্যালয় নির্মাণের স্থান নির্ধারণ করে বিদ্যালয়ের কাজ শুরু হবে।
এএ/আরআর-১১