দক্ষিণ সুনামগঞ্জে গাঁজাসহ একজন আটক

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি


ফেব্রুয়ারি ০৯, ২০২১
০৩:০১ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৯, ২০২১
০৩:০১ পূর্বাহ্ন



দক্ষিণ সুনামগঞ্জে গাঁজাসহ একজন আটক

সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার গাজীনগর গ্রামে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ আব্দুল আলী ফকির (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মাদক ব্যবসায়ী আব্দুল আলী ফকির গাজীনগর গ্রামের মৃত আব্দুল মালিক প্রকাশ আদম আলীর ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই জহিরুল ইসলাম তালুকদার আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে গাজীনগর গ্রামের মাদক ব্যবসায়ী আব্দুল আলী ফকিরের বসতবাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় আব্দুল আলী ফকিরের বসতঘরে তল্লাশি করে খাটের নীচ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই জহিরুল ইসলাম বলেন, আটক আব্দুল আলী ফকির দীর্ঘদিন ধরে গাজীনগরসহ পাথারিয়া বাজার এলাকায় স্থানীয় মাদকসেবীদের কাছে খুচরা গাঁজা বিক্রি করছেন। বহুদিন অভিযান পরিচালনা করেছি। কিন্তু আসামি চালাক হওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আজ নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করেছি এবং গাঁজাসহ আসামি আব্দুল আলী ফকিরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।  

দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি'র দায়িত্বে থাকা সেকেন্ড অফিসার মো. আলা উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।

 

এসটি/আরআর-১২