দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ১০, ২০২১
০১:২৭ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১০, ২০২১
০১:২৭ পূর্বাহ্ন
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৩য় দিনে চিকিৎসক, সাংবাদিক, পুলিশ, জনপ্রতিনিধি, শিক্ষক/শিক্ষিকা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারীসহ করোনার ভ্যাকসিন (টিকা) নিয়েছেন ১৩০ জন। এ উপজেলায় ১ম দিন টিকা গ্রহণ করেন ৫০ জন, ২য় দিন টিকে নেন ৩০ জন ও আজ ৩য় দিনে ১৩০ জন। এ পর্যন্ত মোট ২১০ জন টিকাগ্রহণ করলেন। দিন দিন মানুষের উপস্থিতি আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবীরা।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে পর্যন্ত উপজেলার পাগলা মা ও শিশুকল্যাণ কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রম চলে। বিকেলে উপস্থিতি অনেকটাই বেড়ে যায়। তাই স্বাস্থ্যকর্মীরা বিকেল ৩টার পরেও কয়েকজনকে টিকা প্রদান করেন।
সকালেই টিকাগ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন। এরপর তার কার্যালয়ের সকল স্টাফ টিকাগ্রহণ করেন। দুপুরে টিকাগ্রহণ করেন, সুনামগঞ্জ ভিউ ডটকম'র প্রধান সম্পাদক হোসাইন আহমদ, সুনামগঞ্জ ভিউ ডটকম'র সম্পাদক ও প্রকাশক সোহেল তালুকদার, দরগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান মনির উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদৎ হোসেন ভুইয়া, উপ-সহকারী প্রকৌশলী সাইদুল ইসলাম, অফিস সহকারী ফারুক আহমদ, মিঠুন চক্রবর্তী, হরিপদ প্রমুখ।
বিকেলে টিকাগ্রহণ করেন, পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত সহকারী হাসনাত হোসেন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, পশ্চিম পাগলা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হক ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক বদরুল আলম টিপু।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন শরিফ বলেন, আজ মঙ্গলবার টিকাগ্রহীতার উপস্থিতি গত ২ দিনের তুলনায় অনেক বেশি হয়েছে। আমরাও চেষ্টা করেছি সবাইকে টিকা নিশ্চিত করার। কিন্তু বিকেলে উপস্থিতি অনেক বেশি হওয়ায় সবাইকে টিকা প্রদান করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, মানুষের ভেতরে যে একটা ভয় ছিল তা কেটে গেছে। তাই এখন থেকে প্রতিদিন টিকাগ্রহীতার সংখ্যা বৃদ্ধি পাবে।
এসটি/আরআর-০৩