জগন্নাথপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ১০, ২০২১
০২:৪০ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১০, ২০২১
০২:৪০ পূর্বাহ্ন
সুনামগগঞ্জের জগন্নাথপুরে টিকাদান কেন্দ্রে আগ্রহীদের ভিড় বাড়ছে। আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এমন দৃশ্য দেখা গেছে।
করোনাভাইরাস প্রতিষেধক ভ্যাকসিন কার্যক্রমের তৃতীয় দিন আজ মঙ্গলবার জগন্নাথপুরে টিকা নিয়েছেন ১৮০ জন, যা গত দুইদিনের তুলনায় বেশি। আজ সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনটি টিকাদান কেন্দ্রে সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি সাধারণ মানুষ টিকা নিয়েছেন। প্রথম দিন টিকা নিয়েছিলেন ৬০ জন। তাদের মধ্যে ছিলেন পুরুষ ৪৪ জন ও নারী ১৬ জন। দ্বিতীয় দিনে ৫৯ জন টিকা নেন। তাদের মধ্যে ছিলেন পুরুষ ৪১ জন ও নারী ৮ জন। আজ তৃতীয় দিনে টিকাগ্রহণ করেছেন ১৮০ জন। তাদের মধ্যে পুরুষ ১৩৫ জন এবং নারী ৪৫ জন। এখন পর্যন্ত কারও মাঝে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, প্রথম ধাপে উপজেলায় ৮ হাজার ৮শ করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়া গেছে। এর মধ্যে ৪ হাজার ৪শ জনকে এই ভ্যাকসিন দুইবার করে দেওয়া হবে। এরই মধ্যে গত তিনদিনে ৩০৯ জন টিকা দিয়েছেন।
জগন্নাথপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুদন ধর জানান, টিকাদান কেন্দ্রগুলোতে ভিড় বেড়েছে। মানুষ স্বতঃস্ফুর্তভাবে টিকা দিচ্ছেন। জীবন সুরক্ষায় এই টিকা সবার জন্য দরকার।
তিনি জানান, প্রতিটি টিকাদান কেন্দ্রে দুইজন প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ও চারজন করে স্বেচ্ছাসেবক রয়েছেন।
এএ/আরআর-০৯