জগন্নাথপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ১১, ২০২১
০১:৪০ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১১, ২০২১
০১:৪০ পূর্বাহ্ন
করোনাভাইসের প্রতিষেধক ভ্যাকসিন প্রদান কার্যক্রমের ৪র্থ দিনে আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) সুনামগঞ্জের জগন্নাথপুরে টিকা নিয়েছেন ২১০ জন। এ নিয়ে গত ৪ দিনে টিকাগ্রহণ করলেন এ উপজেলার মোট ৫১৯ জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত রবিবার (৭ ফেব্রুয়ারি) ভ্যাকসিন প্রদান কার্যক্রমের প্রথম দিনে টিকা নিয়েছিলেন ৬০ জন। তাদের মধ্যে পুরুষ ৪৪ জন ও নারী ১৬ জন। দ্বিতীয় দিনে সোমবার ৫৯ জন টিকা নেন। তাদের মধ্যে পুরুষ ৪১ জন ও নারী ৮ জন। তৃতীয় দিনে গতকাল মঙ্গলবার ১৮০ জন টিকাগ্রহণ করেন। তাদের মধ্যে ছিলেন ১৩৫ জন পুরুষ এবং ৪৫ জন নারী। আজ বুধবার ৪র্থ দিনে টিকা নিলেন ২১০ জন। এর মধ্যে আছেন পুরুষ ১৭০ জন এবং নারী ৪০ জন।
জগন্নাথপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুদন ধর জানান, প্রথম ধাপে জগন্নাথপুর উপজেলায় ৮ হাজার ৮শ ডোজ করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়া গেছে। উপজেলার ৪ হাজার ৪শ জনকে এই ডোজ দুইবার করে দেওয়া হবে। এখন পর্যন্ত ৫১৯ জন টিকা নিয়েছেন। তারা সবাই সুস্থ আছেন।
এএ/আরআর-০৪