দক্ষিণ সুনামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি


ফেব্রুয়ারি ১২, ২০২১
০৯:০৮ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১২, ২০২১
১১:২৬ অপরাহ্ন



দক্ষিণ সুনামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহা সড়কের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাধীন ডাবর ব্রীজের পশ্চিম পাড়ে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক দুর্ঘটনায় শান্ত রায়(২৪) নামে এক মোটর সাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন । 

নিহত শান্ত রায় জেলার দিরাই উপজেলার চরনারচর গ্রামের পান্ডব রায়ের পুত্র। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকালে সিলেট থেকে মোটর সাইকেল যোগে চালক শান্ত রায় তার দুই সহযোগীকে নিয়ে দিরাইয়ের উদ্দেশ্যে রওয়ানা করেন।  

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাধীন ডাবর ব্রীজের পশ্চিম পাড়ে আল মাহদি অটো রাইস মিলের সামনের বাকে সকাল-০৯.৪০ ঘটিকার সময় দ্রুত গতিতে আসার পথে নিয়ন্ত্রন হারিয়ে চালক শান্ত রায়ের পালসার মোটর সাইকেল (সিলেট-ল-১১-৭১৩৩) রাস্তার পাশে থাকা একটি গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই শান্ত রায় মারা যান। 

এসময় তার সাথে থাকা দুই সহযোগী গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। তবে আহতদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 

খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এসআই জহিরুল ইসলাম তালুকদার ও জয়কলস হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনানূগ ব্যবস্থা গ্রহণ করেন। 

দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের  অফিসার ইনচার্জ(ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

 

এস টি/বি এন-০১