জগন্নাথপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৬, ২০২১
১২:৫০ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৬, ২০২১
০১:০২ পূর্বাহ্ন
আসন্ন ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনে উদ্যোগে দলীয় কার্যালয়ে আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু’র পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভুঁইয়া, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক নুরুল হক, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বশির আহমদ, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সুন্দর আলী, সাবেক সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম-সম্পাদক ফারুক আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু জিলানী আবু, সহ-সম্পাদক তাজউদ্দিন তাজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পৌর কাউন্সিলর সাফরোজ ইসলাম, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, সাধারণ সম্পাদক শাহ রুহেল, উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল মুকিত, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাহা চৌধুরী প্রমুখ।
এএ/আরআর-০২