ঢাকা-সিলেট মহাসড়ক চারলেনে করার প্রস্তাব অনুমোদনে আনন্দিত জগন্নাথপুরবাসী

জগন্নাথপুর প্রতিনিধি


ফেব্রুয়ারি ১৬, ২০২১
০৯:৪৫ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৬, ২০২১
০৯:৪৭ অপরাহ্ন



ঢাকা-সিলেট মহাসড়ক চারলেনে করার প্রস্তাব অনুমোদনে আনন্দিত জগন্নাথপুরবাসী

পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এর প্রচেষ্টায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেকে) গতকাল মঙ্গলবার ঢাকা-সিলেট রোড চার লেনের মহাসড়কে উন্নীত করার লক্ষ্যে প্রকল্প অনুমোদন লাভ করেছে। 

১৭ হাজার কোটি টাকা বরাদ্দে এ প্রকল্পটি বাস্তবায়ন হবে। আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এর ৭৬তম জন্মদিন। জন্মদিনে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান সিলেটবাসীকে এমন উপহার দেওয়ায় জগন্নাথপুরসহ সিলেটজুড়ে আনন্দের বন্যা বইছে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ প্রকল্প অনুমোদন লাভ করার মধ্য দিয়ে সিলেটবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানের আন্তরিক প্রচেষ্টায় সিলেটবাসীকে এমন সুখবর প্রদান করায় সিলেটের উন্নয়নে তাঁর অবদান মাইলফলক হয়ে থাকবেন বলে মনে করেন সিলেটবাসী।

পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেন, ‘সিলেটবাসীর দীর্ঘদিনের এ স্বপ্ন ঢাকা সিলেট চারলেন সড়ক বাস্তবায়নে আমরা কাজ শুরু করতে পারছি এটা আমার জন্য সত্যি আনন্দের। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জনগুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে আন্তরিক। তাঁর আন্তরিকতায় আমরা প্রায় ১৭ হাজার কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করছি। ২০২৬ সালের ডিসেম্বরে প্রকল্পের কাজ শেষ হবে।’

এদিকে বহুল প্রতীক্ষিত এই খবরে জগন্নাথপুরে আনন্দের বন্যা বইছে। তাৎক্ষনিকভাবে উপজেলাবাসীর পক্ষে দুপুরে জগন্নাথপুর উপজেলা মাসিক সমন্বয় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটি ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, ‘এটি সত্যি সিলেটবাসীর জন্য আনন্দের খবর। মাননীয় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান স্যারের প্রচেষ্টায় প্রকল্পটি অনুমোদন লাভ করেছে।’

জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু বলেন, ‘আমাদের হাওররত্ম পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান মহোদয়ের ৭৬তম জন্মদিন ছিল গতকাল। শুভ এই দিনে তিনি সিলেটবাসীর জন্য একটি গৌরবের উন্নয়ন প্রকল্প উপহার দিলেন। সত্যি আমরা কৃতজ্ঞ। অভিনন্দন উন্নয়নের রূপকার বর্ষিয়ান এই নেতাকে। পাশাপাশি জন্মদিনের শুভেচ্ছা। ’

প্রসঙ্গত, ১৯৪৬ সালের ১৬ ফেব্রুয়ারির এই দিনে হাওর বেষ্টিত সুনামগঞ্জ জেলার দক্ষিন সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামে তাঁর জন্ম। 

বাবা মৌলবি আরফান আলী ও মা গৃহিনী আজিজুস নেসা দম্পত্তির সন্তান এমএ মান্নান একজন সৎ আমলা নিবেদিত প্রাণ রাজনৈতিক ব্যক্তিত্ব সফল মন্ত্রী হিসেবে জনকল্যাণে কাজ করছেন। 

তিনি জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের দলীয় প্রাথী হিসেবে তিনবার সংসদ নির্বাচিত হন। 

বর্তমানে তিনি পরিকল্পনামন্ত্রী মন্ত্রনায়লেয়র পরিকল্পনামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এরআগে তিনি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে কাজ করেছেন।  

এ এ/বি এন-৩