তাহিরপুরে যুবদলের কমিটি বাতিলের দাবি

তাহিরপুর প্রতিনিধি


ফেব্রুয়ারি ১৭, ২০২১
১২:২০ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৭, ২০২১
১২:২০ পূর্বাহ্ন



তাহিরপুরে যুবদলের কমিটি বাতিলের দাবি

সুনামগঞ্জের তাহিরপুরে যোগ্য ও প্রকৃত নেতাদের বাদ দিয়ে অযোগ্যদের দ্বারা বাণিজ্যিক পন্থা অবলম্বন করে যুবদলের আহ্বায়ক কমিটি গঠনের অভিযোগ এনে তা বাতিল ও নতুন করে কমিটি গঠনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট বাজারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে 'বাণিজ্যিক পন্থায়' গঠিত কমিটির গঠনতন্ত্র বিরোধী কার্যক্রমের নানা দিক তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উত্তর শ্রীপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ফেরদৌস আলম আখঞ্জী বলেন, গত ৯ ফেব্রুয়ারি কেন্দ্র থেকে তাহিরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। কিন্তু এতে দেখা গেছে, উপজেলা যুবদল বা ছাত্রদলের সাবেক কোনো ছাত্রনেতার স্থান হয়নি। কেবল টাকার বিনিময়ে বিএনপির রাজনীতিতে অতীতে কোনো সম্পৃক্ততা ছিল না এমন একজনকে আহ্বায়ক করা হয়েছে। তাছাড়া কমিটিতে সিনিয়র নেতৃবৃন্দকে রাখা হয়েছে অসম্মানজনক স্থানে। এ নিয়ে উপজেলা যুবদলের তৃণমূলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তারা 'বাণিজ্যিক প্রক্রিয়ায়' গঠিত উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি বাতিল করে রাজপথের নিবেদিত যোগ্যতাসম্পন্ন যুবদল ও সাবেক ছাত্রদল নেতা-কর্মীদের মাধ্যমে কমিটি পুনর্গঠনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে বর্তমান আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করেন ফেরদৌস আলম আখঞ্জী, আমির শাহ্, মাহবুব মল্লিক, জাহাঙ্গীর আলম, রুকন উদ্দিন প্রমুখ।

 

এএইচ/আরআর-০৩