জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে দক্ষিণ সুনামগঞ্জে সভা

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি


ফেব্রুয়ারি ১৭, ২০২১
০২:১২ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৭, ২০২১
০২:১২ পূর্বাহ্ন



জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে দক্ষিণ সুনামগঞ্জে সভা

বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপকহারে কুকুরকে টিকাদান কার্যক্রম (এমডিভি) ২০২১ উপলক্ষ্যে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদীর হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের কনসালটেন্ট নাবিল মাহমুদ, পূর্ব পাগলা ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হোসেন, পাথারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রশীদ আমিন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সুকুমার চন্দ্র দাশ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক বিনয় ভূষন চক্রবর্তী, মাসুক আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ ও অর্থ সম্পাদক সোহেল তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জ্যোতি দাশ, মেডিকেল টেকনোলজিস্ট নওশাদ মিয়া, পূর্ব পাগলা ইউনিয়নের সহকারী স্বাস্থ্য পরিদর্শক দুলাল চন্দ্র ভৌমিক, দরগাপাশা ইউনিয়নের স্বাস্থ্য পরিদর্শক অসীম রায়, পূর্ব বীরগাঁও ইউনিয়নের সহকারী স্বাস্থ্য পরিদর্শক মল্লিকা দাশ, পশ্চিম পাগলা ইউনিয়নের সহকারী স্বাস্থ্য পরিদর্শক গৌরী ভট্টাচার্য্য, ইউপি সদস্য জামিল আহমদ পায়েল প্রমুখ।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসীম উদ্দীন জানান, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলার সকল কুকুরকে টিকাদানের আওতায় আনতে উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিদিন ভোরবেলা থেকে টিকাদান কার্যক্রম শুরু হবে।

 

এসটি/আরআর-০৭