ধর্মপাশায় জলাতঙ্ক নির্মূল করার লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ধর্মপাশা প্রতিনিধি


ফেব্রুয়ারি ১৭, ২০২১
০৯:৪১ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৭, ২০২১
০৯:৪১ অপরাহ্ন



ধর্মপাশায় জলাতঙ্ক নির্মূল করার লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ ভবনে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপকহারে টিকাদান কার্যক্রম বাস্তবায়নে আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে  এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের সিডিসি প্রকল্প এই সভার আয়োজন করে। এতে হাসপাতালের ডাক্তার,স্বাস্থ্য সহকারি, জনপ্রতিনিধি,সাংবাদিকসহ ৩৫জন অংশ নেন।  

ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডা. সাদবীর জামান রকি এই সভায় সভাপতিত্ব করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক ইনছান মিয়ার সঞ্চালনে অন্যদের মধ্যে   বক্তব্য দেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আবদুর রহিম মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আনোয়ার জাহিদ, ডা. সোহেল রানা, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সাংবাদিক সালেহ আহমদ, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সুপারভাইজার মো.হায়দার আলম প্রমুখ।  

উল্লেখ্য এ উপজেলা ১০টি ইউনিয়নে এক যোগে  আগামী ১৯ফেব্রুয়ারি থেকে কুকুরের টিকাদান কার্যক্রম শুরু হবে। 

এস এ/বি এন-৭