দিরাই প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৮, ২০২১
১২:৫৬ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৮, ২০২১
১২:৫৬ পূর্বাহ্ন
সুনামগঞ্জের দিরাই পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ২টায় লৌলারচর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে লৌলারচর খেলার মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিরাই পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জগদীশ সামন্ত ও দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন।
প্রবীণ আওয়ামী লীগ নেতা গোপেশ মজুমদারের সভাপতিত্বে ও জয়ন্ত সামন্তের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, কাউন্সিলর এ বি এম মাসুম প্রদীপ, লিয়াকত হোসেন, আশরাফ হোসেন, আব্দুল করিম, সংরক্ষিত নারী কাউন্সিলর হেলেনা বেগম খেলা ও মিনতি রানী দাস। এছাড়া বক্তব্য দেন, যুবলীগ নেতা সৌমেন চৌধুরী, ছানু চৌধুরী, আবুল হোসেন, সাংবাদিক প্রশান্ত সাগর দাস প্রমুখ।
এএইচ/আরআর-০১