মধ্যনগর থানা আ.লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত

ধর্মপাশা প্রতিনিধি


ফেব্রুয়ারি ১৯, ২০২১
০২:১৬ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৯, ২০২১
০২:১৬ পূর্বাহ্ন



মধ্যনগর থানা আ.লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন নূরী ও সাধারণ সম্পাদক পরিতোষ চন্দ্র সরকারের বিরুদ্ধে সংগঠনবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ ওঠায় মধ্যনগর থানা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যরিস্টার এম এনামুল কবীর ইমন স্বাক্ষরিত একটি চিঠি গত মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) মধ্যনগর থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে।   

মধ্যনগর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ চন্দ্র সরকার বলেন, এ সংক্রান্ত চিঠি আমাদের হাতে এখনও এসে পৌঁছায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ম্যাসেঞ্জারের সুবাদে এ সংক্রান্ত একটি চিঠি আমাদের নজরে এসেছে।

তিনি দাবি করেন, আমরা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে পরামর্শ করে মধ্যনগর থানাধীন ৪টি ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠনের জন্য সাংগঠনিকভাবে কার্যক্রম চালিয়ে আসছি। ইতোমধ্যে একটি ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠন করা হয়ে গেছে। বাকি ৩টি  ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন প্রক্রিয়াধীন ছিল। আহ্বায়ক কমিটিতে স্থান না পাওয়া আওয়ামী লীগের কয়েকজন কর্মী আমাকে ও সভাপতিকে জড়িয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাকের কাছে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করেছেন। আর এজন্য এ সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে আমরা মনে করছি। আমাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা তদন্ত করলে মিথ্যা প্রমাণিত হবে। 

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মতিউর রহমান আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে মুঠোফোনে বলেন, মধ্যনগর থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সংগঠনবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ পেয়েছি। তদন্ত করে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এসএ/আরআর-০৫