দিরাই প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৯, ২০২১
০২:২৯ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৯, ২০২১
০২:২৯ পূর্বাহ্ন
বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সফরকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে সুনামগঞ্জের দিরাই উপজেলা। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন সাবেক আমলা মিজানুর রহমানের আমন্ত্রণে আগামী শনিবার (২০ ফেব্রুয়ারি) জগদল ইউনিয়নে ২০ শয্যা হাসপাতালের কার্যক্রম উদ্বোধনের কথা রয়েছে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের। এলাকার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা ও স্থানীয় আওয়ামী লীগকে পাশ কাটিয়ে বিএনপি ঘরানার লোকজনকে নিয়ে ওই উদ্বোধন করা হবে বলে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে স্থানীয় আওয়ামী লীগ।
কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) জগদল বাজারে প্রতিবাদ সমাবেশের ডাক দেয় জগদল ইউনিয়ন আওয়ামী লীগ। আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ ঠেকাতে মরিয়া হয়ে ওঠেন পরিকল্পনামন্ত্রীর অনুষ্ঠানের আয়োজক স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। গতকাল বুধবার জগদল বাজারে আওয়ামী লীগের লোকজন মঞ্চ তৈরি করতে গেলে সেখানে যান জগদল ইউনিয়ন বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা। এ সময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে দিরাই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিএনপির নেতা-কর্মীদের বাধার কারণে আজ বৃহস্পতিবার বেলা ৩টায় জগদল বাজারে মঞ্চ ছাড়াই ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জগদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ছোবা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইশতিয়াক হোসেন মঞ্জুর পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট সোহেল আহমদ, সিরাজ উদ দৌলা তালুকদার, পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লুৎফুর রহমান এওর মিয়া, দিরাই পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগ নেতা বিশ্বজিৎ রায়, জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ, উপজেলা আওয়ামী লীগ নেতা আসাদ উল্লাহ, মেহরাজ মিয়া, দিরাই বাজার মহাজন সমিতির সভাপতি কামাল উদ্দিন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক হুমায়ূন রশিদ লাভলু, জগদল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছানু মিয়া, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমরান হোসাইন, সিলেট মহানগর যুবলীগ নেতা জিল্লুর রহমান, দিরাই উপজেলা যুবলীগ নেতা মকসুদ আলম, সবুজ মিয়া, কামরুজ্জামান, কামরুল, কলিম উদ্দিন, লালন মিয়া, পৌর যুবলীগের সভাপতি সারোয়ার আহমেদ, সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ রহমানসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সভায় স্থানীয় সংসদ সদস্য এবং জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়ে হাসপাতাল উদ্বোধন করার জন্য পরিকল্পনামন্ত্রীর প্রতি আহ্বান জানানো হয়।
এএইচ/আরআর-০৬