ধর্মপাশা প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৯, ২০২১
০২:৪০ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৯, ২০২১
০২:৪০ পূর্বাহ্ন
করোনাভাইরাস প্রতিরোধে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) পর্যন্ত মোট ১১ দিনে ১ হাজার ৩৬১ জন নারী-পুরুষ টিকা নিয়েছেন। সচেতনতার অভাবে টিকা নেওয়ার বিষয়ে গ্রামাঞ্চলের মানুষজনদের মধ্যে তেমন কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। টিকা নিলে মৃত্যু হবে- এমন গুজবে কান দিয়ে অনেকেই টিকা নেওয়ার জন্য অনলাইনে নিবন্ধন করতে চাইছেন না বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলার সিভিল সার্জনের কার্যালয় থেকে ধর্মপাশা উপজেলাবাসীর জন্য গত ৫ ফেব্রুয়ারি ৪ হাজার ডোজ করোনার ভ্যাকসিন ও ৭ হাজার ২শ সিরিঞ্জ সংগ্রহ করা হয়। গত ৭ ফেব্রুয়ারি থেকে শুক্রবার ব্যতীত প্রতিদিন ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু'টি টিকা কেন্দ্রের মাধ্যমে করোনার টিকা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। আজ বৃহস্পতিবার পর্যন্ত ১১ দিনে উপজেলায় নিবন্ধনকৃত ১ হাজার ৩৬১ জন করোনার টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৮৮৪ জন ও নারী ৪৭৭ জন।
উপজেলার জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী বলেন, আমি নিজেও করোনাভাইরাস প্রতিরোধে টিকা নিয়েছি। গ্রামাঞ্চলের সহজ-সরল মানুষজনদের মধ্যে গুজব রটেছে যে যারা টিকা নেবে তারাই কিছুদিন পর মারা যাবে। এই গুজবে কান দিয়ে টিকা নেওয়ার জন্য অনেকেই নিবন্ধন করতে আগ্রহ দেখাচ্ছেন না। সচেতনতা বাড়ানোসহ টিকা নিলে কী উপকার হবে তা প্রচারের জন্য আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারের কার্যক্রম অব্যাহত রয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সাদবীর জামান রকি বলেন, এ উপজেলায় বৃহস্পতিবার পর্যন্ত ১ হাজার ৩৬১ জন নারী-পুরুষ করোনার টিকা নিয়েছেন। টিকা নেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে জনসচেতনতামূলক প্রচারের কার্যক্রম অব্যাহত রয়েছে। টিকা নেওয়া মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে।
এসএ/আরআর-০৭