জগন্নাথপুরে তিনটি মডেল ফার্মেসির উদ্বোধন

জগন্নাথপুর প্রতিনিধি


ফেব্রুয়ারি ১৯, ২০২১
০২:৪৯ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৯, ২০২১
০২:৪৯ পূর্বাহ্ন



জগন্নাথপুরে তিনটি মডেল ফার্মেসির উদ্বোধন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর বাজারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পাইলট প্রকল্পের আওতায় সারা বাংলাদেশের ন্যায় ৩টি মডেল ফার্মেসির উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার কামরুল ইসলাম জগন্নাথপুর বাজারের শাহজালাল ফার্মেসি, উদয় ফার্মেসি ও শাহাপরান ফার্মেসির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পরে তিনি ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে জগন্নাথপুর বাজারের তুলি ফার্মেসি, সাগর ফার্মেসি ও যমুনা ফার্মেসি থেকে অবৈধ ওষুধ জব্দ করে তা ধ্বংস করেন। 

অভিযানে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর বাজার কেমিস্ট এন্ড  ড্রাগিস্ট সমিতির সভাপতি শুধাংশু শেখর রায় বাচ্চু, সহ-সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক পিষুষ কান্তি দাশ, সাবেক সাধারণ সম্পাদক শশী কান্ত গোপ, কোষাধ্যক্ষ মনতোষ বাড়ৈ প্রমুখ।

 

এএ/আরআর-০৮