তাহিরপুর সীমান্তে ভারতীয় মদসহ যুবক আটক

তাহিরপুর প্রতিনিধি


ফেব্রুয়ারি ১৯, ২০২১
০৯:২২ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৯, ২০২১
০৯:২২ অপরাহ্ন



তাহিরপুর সীমান্তে ভারতীয় মদসহ যুবক আটক

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় মদসহ এক যুবককে আটক করেছে বিজিবি।

আটক হওয়া যুবক উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের খোলশা ঝুড়ি গ্রামের মো. আকবর আলীর ছেলে মো. মুহাদ্দিস (২১)।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার(১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টেকেরঘাট বিওপি'র হাবিলদার মো. সোলায়মান হোসেন এর নেতৃত্বে একটি নিয়মিত টহল দল উপজেলার বড়ছড়া নামক স্থান হতে ভারতীয় ৫ বোতল মদসহ তাকে আটক করে।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক মো. মাকসুদুল আলম জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বি এন-০১