জগন্নাথপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ২১, ২০২১
১০:২৬ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২১, ২০২১
১০:২৬ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে ডাকাতি মামলার আসামীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার ( ২১ ফেব্রুয়ারি) তাদেরকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ জানায়, গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে জগন্নাথপুর থানা পুলিশ ডাকাতি মামলার আসামি উপজেলার মিরপুর ইউনিয়নের উত্তর গড়গড়িয়া গ্রামের মৃত সুলেমান আলীর ছেলে শাহরিয়ার হোসেন শাহিন ওরফে টেন্ডার শাহীন (৪০)কে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।
অপরদিকে থানা পুলিশের পৃথক অভিযানে চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া রসুলপুর এলাকা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।
এ এ/বি এন-০৭