জগন্নাথপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ২২, ২০২১
০১:০৫ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২২, ২০২১
০১:০৫ পূর্বাহ্ন
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রভাতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে ঢল নেমেছিল বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের।
রবিবার (২১ ফেব্রুয়ারি) দিবসের প্রভাতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান। এরপর মুক্তিযোদ্ধা সংসদ, জগন্নাথপুর থানা, পৌরসভা, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুল হক, প্রেসক্লাব সভাপতি শংকর রায় ও পৌর কাউন্সিলর সাফরোজ ইসলাম। এর আগে সকাল সাড়ে ৭টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে থেকে প্রভাতফেরি নিয়ে নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে যান।
এদিকে দিবসটি উপলক্ষে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সকাল ১০টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক সুজিত রায়ের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি সিরাজুল হক, আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের তৈয়ব মিয়ার কামালী, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল জব্বার, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম লেছু, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির আলী, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন চৌধুরী, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আপ্তাব উদ্দিন, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুর আলী আফজল, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, যুগ্ম-সম্পাদক ফারুক আহমদ, পৌর কাউন্সিলর সাফরোজ ইসলাম, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, সাধারণ সম্পাদক শাহ রুহেল, জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি হাসান আদিল প্রমুখ।
এছাড়া দিবসটি উপলক্ষে জগন্নাথপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিয়ারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাস্টার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুনুজ্জামান হারুন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সামসুল হক, উপজেলা বিএনপির সদস্য ও চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. রাজা মিয়া, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনার বিষয়ক সম্পাদক দিলু মিয়া, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল আমিন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মিঠু, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাশিম ডালিম, পৌর যুবদলের আহ্বায়ক লিটন মিয়া, যুগ্ম-আহ্বায়ক শামিম আহমদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশিদ মামুন, সদস্য সচিব শামছুল ইসলাম জাবির, জগন্নাথপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক ইমন আহমদ প্রমুখ।
এএ/আরআর-০২