জগন্নাথপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৪, ২০২১
০৭:২১ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৫, ২০২১
১২:৩৩ পূর্বাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফয়েজ আহমেদ (৪০) কে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, ২০০৩ সালে বিশ্বনাথ থানায় দায়েরকৃত অস্ত্র মামলার প্রেক্ষিতে গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামি জগন্নাথপুর পৌরসভার হবিবপুর এলাকার মৃত তঞ্জব আলীর ছেলে ফয়েজ আহমেদ কে সিলেট শহরের কতোয়ালা থানাধীন শামীমাবাদ এলাকা থেকে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে জগন্নাথপুর থানা পুলিশ গ্রেপ্তার করে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
এ এ/বি এন-০২