লেখক মুক্তিযোদ্ধা বজলুল মজিদ খসরু আর নেই

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ২৪, ২০২১
১০:৫১ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৫, ২০২১
১২:৩৬ পূর্বাহ্ন



লেখক মুক্তিযোদ্ধা বজলুল মজিদ খসরু আর নেই

বিশিষ্ট লেখক, আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা বজলুল মজিদ খসরু আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। 

তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, ভাই, বোনসহ অসংখ্য আত্নীয়স্বজন রেখে গেছেন। তার একমাত্র ছেলে যুক্তরাষ্ট্র প্রবাসী।

বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ভাতিজা আনিসুর রহমান চৌধুরী।

পরিবার সূত্রে জানা গেছে, ‘দুপুরে অসুস্থবোধ করলে বজলুল মজিদ খসরুকে স্বজনরা সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি মারা যান। বজলুল মজিদ চৌধুরী খসরুর মরদেহ সুনামগঞ্জ শহরের ষোলঘরস্থ তার বাসভবনে রাখা হয়েছে। তবে জানাজার সময় এখনও নির্ধারণ হয়নি।’

বীর মুক্তিযোদ্ধা খসরু ‘হাওর বাঁচাও আন্দোলন’ কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন। এছাড়াও তিনি শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। লেখক হিসেবেও তার পরিচিতি রয়েছে। 

বজলুল মজিদ চৌধুরী খসরুর গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলায় লক্ষ্মীপুর গ্রামে।

 

এএফ/০১