দক্ষিণ সুনামগঞ্জে কিশোরীকে 'ধর্ষণ', যুবক আটক

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি


ফেব্রুয়ারি ২৫, ২০২১
১২:৩১ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৫, ২০২১
১২:৩১ পূর্বাহ্ন



দক্ষিণ সুনামগঞ্জে কিশোরীকে 'ধর্ষণ', যুবক আটক

জুবায়ের আহমদ

সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শ্রীনাথপুর গ্রামে ১৭ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে জানা গেছে। ঘটনার ৫ দিন পর ওই কিশোরী বাদী হয়ে আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে দক্ষিণ সুনামগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। পুলিশ ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি-তে প্রেরণ করেছে।  

এদিকে মামলা দায়েরের পর ধর্ষণের অভিযোগে জুবায়ের আহমদ (২১) নামের এক যুবককে আটক করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। জুবায়ের আহমদ একই উপজেলার শ্রীনাথপুর গ্রামের আব্দুস শুকুরের ছেলে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, শ্রীনাথপুর গ্রামের ওই কিশোরী পিতৃ-মাতৃহীন অবস্থায় চাচার আশ্রয়ে তার বাড়িতে বসবাস করছে। একই গ্রামের আব্দুস শুকুরের ছেলে জুবায়ের আহমদ ওই কিশোরীকে রাস্তাঘাটে একা পেলে প্রেমের প্রস্তাব দিতেন। প্রেমের প্রস্তাবে ওই কিশোরী রাজি হলে জুবায়ের আহমদ কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অবৈধ মেলামেশার প্রস্তাব দেন। একপর্যায়ে গত শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কিশোরীকে তার চাচার বাড়িতে একা পেয়ে জুবায়ের আহমদ নিজের বাড়িতে নিয়ে যান এবং রাতে কিশোরীকে বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ করেন। পরে ঘটনা জানাজানি হলে জুবায়ের আহমদ কিশোরীকে ধর্ষণের কথা অস্বীকার করেন এবং মেয়েটিকে বাড়ি থেকে তাড়িয়ে দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই জহিরুল ইসলাম তালুকদার জানান, কিশোরীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে আটক করে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিশোরীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি-তে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত আছে।

 

এসটি/আরআর-০১