ধর্মপাশা প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৬, ২০২১
০১:০৬ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৬, ২০২১
০১:০৬ পূর্বাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন মধ্যনগর ইউনিয়নের গলইখালী শ্রী শ্রী লোকনাথ আশ্রম ও মন্দিরের সাংস্কৃতিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে এই ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন।
এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন, মধ্যনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার, পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, গলইখালী শ্রী শ্রী লোকনাথ আশ্রম ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি দুলাল কিরণ সরকার, মধ্যনগর জগন্নাথ জিউর আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অমরেশ রায় চৌধুরী, মধ্যনগর থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব ফারুকী প্রমুখ।
এসএ/আরআর-০৪