ধর্মপাশা প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৬, ২০২১
০১:২৭ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৬, ২০২১
০১:২৭ পূর্বাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ ও আদায় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১টার দিকে সোনালী ব্যাংক লিমিটেডের ধর্মপাশা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ উপলক্ষে সোনালী ব্যাংকের ধর্মপাশা শাখার ব্যবস্থাপক শাহ জালাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক লিমিটেডের সিলেট বিভাগীয় কার্যালয়ের জিএম বাবুল মোহাম্মদ আলম।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, সোনালী ব্যাংকের সুনামগঞ্জ কার্যালয়ের এজিএম শেখ মোহাম্মাদ সুজাদুল হক, ধর্মপাশা উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমীন তালুকদার, ধর্মপাশা সদর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম আহমেদ, পাইকুরাটি ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌসুর রহমান প্রমুখ।
সভা শেষে স্থানীয় ১৩ জন কৃষকের মাঝে ৬ লাখ ১২ হাজার টাকার কৃষি ঋণ বিতরণ ও ১৬ জনের কাছ থেকে ৩ লাখ ৫০ হাজার টাকার কৃষি ঋণ আদায় করা হয়।
এসএ/আরআর-০৬